বিভ্রান্তি

বিভ্রান্তি

Nikhil Halder

জীবন বাহান্ন তাস, হরেক রকম খেলা খেলি।
জয়ের নেশায় মত্ত, সবারে টেক্কা দিয়ে চলি,
হৃদয়ের রঙ তুলি দিয়ে স্বপ্ন আঁকি
নীল দিগন্ত জুড়ে, ডানা মেলে ইচ্ছা পাখি ।

থাকিতে সবার আগে, ধাবিত উল্কা বেশে
কাল চক্রের চক্র পথ হয়ে যাই সবার পিছে,
উজ্জ্বলতম হতে নিভাই, আশেপাশের আলো
অবোধের অতি বুঝি নাই, এ কার্য কতই মিছে ।

পথ চলিতেছি একা, জড় পদার্থ করি জড়ো
লক্ষ্য শিখর ছোঁয়ার, আকাঙ্খা অতি বড়,
বৃত্ত বিশ্বময়, অনেক বিত্ত করি সঞ্চয়,
চিত্ত হীনবল চেতনা ক্ষীণ, হয়ে উঠেছি জড় ।

CATEGORIES:

Bengali

Tags:

Comments are closed