প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়

আমার দুর্গা বড্ড বড়ো… সেলিব্রিটির পথে;

তোমার দুর্গা গ্রামের মানুষ, মাটির গন্ধ সাথে।

আমার দুর্গা সেলফি দিয়ে ইনসিকিউরিটি ঢাকে;

তোমার দুর্গা শিউলি কুড়ায় কাঁকনতলার বাঁকে।

আমার দুর্গা ভেগান টোস্ট আর গরম চায় লাতে;

তোমার দুর্গা খিচুড়ি দিয়ে লাবড়া মাখে পাতে।

আমার দুর্গার হাজার লাইক আর কোটিখানেক কমেন্ট;

তোমার দুর্গার মাসি পিসিদের আড্ডা-মাখা মোমেন্ট।

আমার দুর্গা ক্রপ টপেতে বড়ই চীক আর স্মার্ট;

তোমার দুর্গা লাল পাড়ে আর সাদা শাড়িতেই মাত!

আমার দুর্গার মা-বাবা মানে হোয়াটসঅ্যাপেতে কথা;

তোমার দুর্গা ঘুমোয় দিয়ে মায়ের কোলে মাথা।

আমার দুর্গা ফেমিনিজমে টেড্ টকে তোলে ঝড়;

তোমার দুর্গা শিশু কন্যাকে করে কোলে আদর।

আমার দুর্গা এমনিতে ফিট, ভোগে শুধু ফোমোয়;

তোমার দুর্গার শান্তিময়, জীবন যেন স্লো-মোয়!

আমার দুর্গার চোখের কালি ঢাকে চরা মেক-আপ;

রিলের পর রিল ছেড়েছে, সদ্য হলো যে ব্রেক-আপ!

তোমার দুর্গা দিব্যি আছে স্বামী সন্তান নিয়ে;

ঘরকন্নার আলপনা দেয় খুশির তুলি দিয়ে।

“কান্না-হাসির দোলদোলানো, পৌষ-ফাগুনের পালায়”

ওই যে দেখি তোমার আমার দুর্গারা হাত মেলায় ।

নাই বা হলো আমার দুর্গা তোমার দুর্গার মতো;

‘ধুত্তোর’ আর ‘যাক গে’ বলে, জীবন খেলায় মাতো!!

Tags:

Comments are closed