বিভ্রান্তি
Nikhil Halder
জীবন বাহান্ন তাস, হরেক রকম খেলা খেলি।
জয়ের নেশায় মত্ত, সবারে টেক্কা দিয়ে চলি,
হৃদয়ের রঙ তুলি দিয়ে স্বপ্ন আঁকি
নীল দিগন্ত জুড়ে, ডানা মেলে ইচ্ছা পাখি ।
থাকিতে সবার আগে, ধাবিত উল্কা বেশে
কাল চক্রের চক্র পথ হয়ে যাই সবার পিছে,
উজ্জ্বলতম হতে নিভাই, আশেপাশের আলো
অবোধের অতি বুঝি নাই, এ কার্য কতই মিছে ।
পথ চলিতেছি একা, জড় পদার্থ করি জড়ো
লক্ষ্য শিখর ছোঁয়ার, আকাঙ্খা অতি বড়,
বৃত্ত বিশ্বময়, অনেক বিত্ত করি সঞ্চয়,
চিত্ত হীনবল চেতনা ক্ষীণ, হয়ে উঠেছি জড় ।
Comments are closed