প্রেমের গল্প
Subhashis Chanda
তুলিকার সাথে আমার প্রথম পরিচয়
শেষের কবিতার শিলং পাহাড়ে
অমিতর লাবণ্যে সবুজ উপত্যকায়-
আজ পাহাড়ের ফাঁকে সূর্য
তোমার মুখের মতো সুন্দর
তোমার সরলতায় মধুর।
আমার বিশ্ব সুন্দরী তুমি
তবে এখনই দেব না শিরোপা।
এ কি অমোঘ আকর্ষন
তোমাকে দেখে সব ভুলে যাই
শেলীকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলো
বায়রন কে দেশ থেকে
দস্তয়ভস্কি কে ফাঁসি কাঠে তুলে নামিয়ে দিয়েছিলো ওরা
সব ভুলে যাই
স্বপ্ন দেখেছিলাম শপথ নিয়েছিলাম
এই পৃথিবীকে মানুষের বাস যোগ্য করে যাব আমি।
হৃদয়ের কাছাকাছি
প্রেমের প্রথম আনাগোনা
হাতে হাত আধো চোখে দেখা
গাছের বাকলে ঝরে পড়া জল
পার্কে বেঞ্চে আমরা দুজন
চুম্বক তোমার ঠোঁট।
বাসর রাতে ফুলের সাজে
আলতা রাঙা আলতো পায়ে
তুমি এলে সঙ্গিনী আমার
আমরা জীবন সঙ্গী।
ভলকাই আলাহাহা ইরিক্কিরাদু
মানে সহজ
লাইফ ইস বিউটিফুল
তুমি কি করছো অনুমান করতে পারি
স্নান করছো বাথরুমে
নাকি খাওয়া দাওয়া সেরে ঘুমোবে ভাবছো
আমি এই খেলাম
থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়
কবে আসবে তুমি?
ভালো বাসা পেয়েছি
ভালবাসা চাই।
Comments are closed